
নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সেই নির্যাতিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তার স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার বেলা ১১টার পর নারায়ণগঞ্জ থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি হাসপাতালের ২ নম্বর ভবনের ৬শ এক নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা তার বিশ্রামের জন্য আপাতত তাকে ঘুম পাড়িয়ে রেখেছেন।
এর আগে তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে তাকে লোক সম্মুখে কানে ধরিয়ে ওঠবস করান সংসদ সেলিম ওসমান। এর আগে তাকে মারধরেরও অভিযোগ আছে।