
এটিএন বাংলা ডেস্ক: তিন দিনের বাংলাদেশ সফরে এসেছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা। সোমবার সকালে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে ঢাকা এসে পৌঁছান তিনি।
জাতিসংঘ মহাসচিবের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্টের বিশেষ দূত হিসেবে রানি ম্যাক্সিমা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আতিউর রহমান, সরকারি কর্মকর্তা, উন্নয়ন অংশীদার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিমিয় করবেন।
পাশাপাশি তিনি ব্যাংক ও ক্ষুদ্রঋণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন।