ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট গ্র্যান্ড ফিনালে

প্রচার- ০৭ এপ্রিল ২০১৬, দুপুর ১২.৪৫ মিনিট
উপস্থাপনা- দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন, পরিচালনা- মুকাদ্দেম বাবু।

বাংলা চলচ্চিত্রের অভিনয় শিল্পী প্রতিভা অন্নেষণের প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান ‘ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে পর্ব আজ (০৭ এপ্রিল) দুপুর ১২.৪৫ মিনিটে প্রচার হবে এটিএন বাংলার পর্দায়। নির্বাচিত ৩৫ জন প্রতিযোগীকে নিয়ে ২০ মার্চ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির রাজদর্শন হলে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ড্যানিশ ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিরা।
জমকালো গ্র্যান্ডফিনালে সাজানো হয় দেশের খ্যতনামা শিল্পীদের পারফর্মেন্স আর নানা আয়োজনে। অনুষ্ঠানে পারফর্ম করেন চিত্রনায়িকা নিপুণ, পপি, বর্ষা, কণ্ঠশিল্পী সালমা, কণা, রবি চৌধুরী, দিঠি আনোয়ার এবং চিত্রনায়ক অনন্ত জলিল। ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্টের এবারের বিজয়ীরা হলেন নায়ক ক্যাটাগরিতে শাহেদ, সাব্বির। নায়িকা ক্যাটাগরিতে সারা, মাহিন। খলনায়ক ক্যাটাগরিতে রাসেল, রিয়াজ, নিক্সন, মিল্টন। কমেডি ক্যাটাগরিতে ডাঃ প্রিন্স, এ্যানি। শিশু ক্যাটাগরিতে এষা, রুশদী। বাবা-মা ক্যাটাগরিতে এস ইসলাম, ইউসুফ আলী, তৃপ্তি, উম্মে সালমা। সহশিল্পী ক্যাটাগরিতে অং মারমা, নাশা, লাকি, মাসুদ রানা, মেহেদি, নিরব এবং আরমান। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, অনন্ত জলিল ও বর্ষা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
দেবাশীষ বিশ্বাস এবং আমব্রিন এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেন মুকাদ্দেম বাবু। ‘ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট’ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আজ (০২ এপ্রিল) রাত ১০টার সংবাদের পর।