
ডিমের অস্থির বাজার নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে সরকারের বিভিন্ন সংস্থা। এরই অংশ হিসেবে রাজধানীর একাধিক বাজারে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ আগস্ট) সকাল থেকে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ সময় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এ অভিযান রাজধানীজুড়ে চলমান থাকবে বলে জানিয়েছেন র্যাবের এডিশনাল এসপি সাইফুর রহমান।
উল্লেখ্য, গত কয়েক দিনের ব্যবধানে রাজধানীতে ডিমের দাম হালিপ্রতি প্রায় ১০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।