ডিএনসিসির ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা আজ

ডিএনসিসির ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা আজ

আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য আজ সোমবার ৫ হাজার ২৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি); যা গত অর্থবছরের চেয়ে ২২১ কোটি টাকা বেশি।

সোমবার (২৪ জুলাই) গুলশান-২ নগর ভবনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে দ্বিতীয় পরিষদের ২২তম করপোরেশন সভায় নতুন অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।

ওই সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, সচিব (অ: দা:) মোহাম্মদ মামুন-উল-হাসানসহ ডিএনসিসির সব বিভাগীয় প্রধান ও ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।