
নিজস্ব প্রতিবেদক :
কর্তব্যরত ডাক্তার ও নার্সদের ধর্মঘট বন্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসক ও নার্সদের ওপর রোগীর স্বজনদের হামলার বিষয়ে কেন পদক্ষেপ নেওয়া হবে না তাও জানাতে বলেছেন আদালত।
বিভিন্ন সময় রোগীর স্বজনদের দ্বারা হামলার শিকার হওয়ার অভিযোগ এনে চিকিৎসক ও নার্সদের কর্মবিরতিতে বিপাকে পড়েন সেবা-প্রার্থীরা। বিষয়টি নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা একটি রিটের প্রেক্ষিতে সোমবার এই আদেশ দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ।
স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক ও রাজধানীর সরকারি হাসপাতালগুলোর পরিচালকসহ ২৩ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে এসব রুলের জবাব দিতে বলা হয়েছে।