ট্যানারি না সরানো পর্যন্ত প্রতিদিন ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

হাইকোর্টের নির্দেশে রাজধানীর হাজারিবাগ থেকে কারখানা স্থানান্তর না করায় ১৫৪ টি ট্যানারির মালিকের প্রত্যেককে দৈনিক ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দিয়েছেন।

২০০১ সালে হাইকোর্ট এক রায়ে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নিতে নির্দেশ দেয়। এরপর সরকার কয়েক দফা সময় নিয়ে সাভারে এই শিল্প স্থানান্তরের জন্য মালিকদের জায়গা বরাদ্ধ দেয়। কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই এই অভিযোগ জানিয়ে বেশিরভাগ ট্যানারিই হাজারীবাগে থেকে যায়।

এর আগে এ বিষয়ে সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ টি ট্যানারির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল হাইকোর্ট। সম্প্রতি বিষয়টি আবারও আদালতের নজরে আনে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ। তারা ট্যানারি মালিকদের প্রত্যেককে আদালত অবমাননার জন্য দৈনিক জরিমানার আবেদন জানালে আদালত এ নির্দেশ দেয়।