
পূর্ব ঘোষনা অনুযায়ী সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজের টিকেট ও টোকেন না পেয়ে রাজধানীর সোনারগাও হোটেলের সামনে অবস্থান করছেন কয়েক হাজার প্রবাসী। সকাল ৮ টা থেকে টোকেন দেয়ার ঘোষণা দিয়েছিলো সোদি এয়ারলাইন্স। কিন্তু নয়টার পরও টোকেন দেয়া শুরু না হওয়ায় ক্ষুদ্ধ প্রবাসীরা গেট ভেঙে ঢোকার চেষ্টা করে। এসময় পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুদ্ধদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আবারও প্রবাসীরা সৌদি এয়ারলাইন্সের অফিসে ঢোকার চেস্টা করলে টোকেন দেয়ার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এখনো প্রবাসীদের অবস্থান কর্র্মসূচি চলছে। এদিকে, অতিরিক্ত গরম আর ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন টোকেন প্রত্যাশী অসুস্থ হয়ে পড়েন। আগের দেয়া টোকেনের বিপরীতে টিকেট দিলেও দুপুর পর্যন্ত টোকেন প্রত্যাশীদের কোন তথ্য জানাতে পারেনি সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।