
এটিএন বাংলা ডেস্ক:
এটিএন বাংলায় ঈদের আগেরদিন রাত ১০টা ৫০মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘লাভ স্পীড’। শারমীন চৌধুরী ইফশিতার রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন জি এম সৈকত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা পপি, ইসমত আরা লেমন, ঝুনা চৌধুরী, পাভেল, টিয়া, রেশমী প্রমুখ।
রতে গাড়ি চালাচ্ছিল আবির। হঠাৎ করে গাড়ির সামনে চলে আসে বউ এর সাজে সজ্জিত একটি মেয়ে। মেয়েটি ধাক্কা খায় তার গাড়ির সাথে। মেয়েটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় আবির। ডাক্তার আবিরকে জানায় মেয়েটি অন্ধ হয়ে গিয়েছে। আবির মেয়েটিকে নিজের বাসায় নিয়ে আসে। মেয়েটি বলে তার নাম ফাইজা। আর কিছুই মনে নেই তার। দিনের পর দিন ফাইজাকে সুস্থ করে তুলতে থাকে আবির। এক পর্যায়ে আবির আর ফাইজা দুজন দুজনকে ভালবেসে ফেলে এবং বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিয়ে উপলক্ষে অনেক শপিং করে দুজনে। বিয়ের আগ মুহুর্তের প্রস্তুতি পর্যন্ত শেষ হয়ে যায়। নিজেদের নতুন ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে দুজনার দিন কাটাতে থাকে। তখনি আবিরের এক ছোটবেলার বন্ধু আসে আবিরের প্রতি নিজের ভালবাসার কথা জানাতে। কিন্তু ফাইজার প্রতি আবিরের ভালবাসা দেখে সে সরে আসে। আবিরের সুখেই নিজের সুখ খুজে নেয় সে। এদিকে বিয়ের আগেই ফাইজার আই অপারেশন সেরে ফেলতে চায় আবির। তখন ফাইজা শর্ত জুড়ে দেয় যে, চোখ খুলে প্রথমেই সে আবিরকে দেখবে। কিন্তু অপারেশন শেষ হলে, চোেখর বাঁধন খোলার পর বদলে যায় সব কিছু।