
নবম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার।
টি-টোয়েন্টি ব্লাস্টে শুক্রবার ল্যাঙ্কাশায়ারের হয়ে ৩৯ বলে ৮৩ রানের ইনিংস খেলেন বাটলার। আর এই ইনিংসের মধ্য দিয়েই কীর্তিটি গড়েন তিনি।
ওল্ড ট্র্যাফোর্ডে বাটলারের ব্যাটিং নৈপুণ্যে ডার্বিশায়ারের বিপক্ষে ২৭ রানে জিতেছে ল্যাঙ্কাশায়ার। ফলে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে দলটির।
টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের তালিকায় সবার ওপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইল। তার রান ১৪ হাজারেরও বেশি। গেইল-বাটলার ছাড়াও এই তালিকায় আরও রয়েছেন- শোয়েব মালিক, কিয়েরন পোলার্ড, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস ও রোহিত শর্মা।