টানা তিনদিন ম্যানইউর অনুশীলনে নেই রোনালদো

টানা তিনদিন ম্যানইউর অনুশীলনে নেই রোনালদো
দ্বিতীয় দফায় ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড যাত্রা সুখকর হয়নি। নিজে ছন্দে থাকলেও ব্যর্থ হয়েছে তার দল। শিরোপাহীন মৌসুম, চ্যাম্পিয়নস লীগ ব্যর্থতা এবং নতুন কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় না থাকার গুঞ্জন- সার্বিক দিক মিলিয়ে রোনালদোর ভবিষ্যত এখন ধোঁয়াশায়।

দুয়েকবার ওল্ড ট্রাফোর্ডে থিতু হওয়ার কথা শোনা গেলেও ইউরোপিয়ান গণমাধ্যমগুলো ক্ষণে ক্ষণে সিআরসেভেনের দল বদলের আভাস দিচ্ছে। সম্প্রতি রোনালদোও নাকি ভালো প্রস্তাব পাওয়া সাপেক্ষে ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন। এরইমধ্যে তিন দফা ম্যানইউর অনুশীলনে অনুপস্থিত পর্তুগিজ সুপারস্টার। সবশেষ বুধবার ওল্ড ট্রাফোর্ডে অনুশীলনে যোগ দেননি তিনি।

নতুন মৌসুমের জন্য গত সোমবার থেকে শুরু হয়েছে ম্যানইউর প্রস্তুতি। ক্লাবের সূত্র ধরে সেদিন বৃটিশ পত্রিকা দ্য মিরর জানায়, পারিবারিক কারণে অনুশীলন করেননি রোনালদো। ছিলেন না পরের দিনও। দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইট বার্তা বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো আজকেও ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে উপস্থিত হননি।

ক্লাবকে তিনি বলেছিলেন যে তিনি এখনও ব্যক্তিগত সমস্যায় রয়েছে।’

এরপর গোল ডটকমের ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিনিধি জেমস রবসন টুইটারে জানান, বুধবারও অনুশীলনে অনুপস্থিত রোনালদো। তবে কোনো কারণের কথা এবার জানা যায়নি। টানা তিন দিন ক্লাবের অনুশীলনে উপস্থিত না হওয়ায় রোনালদোর ম্যানইউ ত্যাগের সম্ভাবনা প্রকট হচ্ছে।

গণমাধ্যমের খবর, রোনালদোর সম্ভাব্য নতুন ঠিকানা প্রিমিয়ার লীগের আরেক জায়ান্ট দল চেলসি। সম্প্রতি আরএমসি স্পোর্টসকে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস বলেন, চেলসির নতুন মালিক টড বোয়েলির সঙ্গে তিনি কথা বলেছেন। দুই পক্ষ সমঝোতায় পৌঁছালে স্ট্যামফোর্ড ব্রিজ হতে পারে রোনালদোর পরবর্র্তী গন্তব্য।

দ্য মিররের খবর, রোনালদোর বিকল্প খোঁজাও শুরু করেছেন ম্যানইউর নতুন কোচ টেন হাগ। পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, রোনালদো যদি ক্লাব ছাড়তেই চান তবে তার পরিবর্তে আয়াক্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্থনিকে দলে ভেড়ানোর প্রস্তাব জানিয়েছেন টেন হাগ।
চুক্তি অনুযায়ী ম্যানইউতে আরো এক মৌসুম থাকলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগে অংশ নিতে পারবেন না রোনালদো। কেননা ধুঁকতে থাকা ম্যানইউ প্রিমিয়ার লীগ টেবিলের ছয়ে থেকে মৌসুম শেষ করেছে।

দ্বিতীয় দফায় ম্যানইউতে এসে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন রোনালদো। ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লীগে ৩০ ম্যাচে ১৮ গোল করেন তিনি। সবমিলিয়ে এ মৌসুমে পর্তুগাল অধিনায়কের গোলসংখ্যা ২৪। দর্শকদের ভোটে মৌসুমের সেরা ম্যানইউ তারকাও নির্বাচিত হন রোনালদো।