
টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। আর সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। এর আগে উৎসবমুখর পরিবেশে শেষ হয় বাফুফের বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ। সকালে ১৩৫ জন কাউন্সিলরের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। নির্বাচনী যুদ্ধে থাকার ঘোষণা দিলেও ভোট কেন্দ্রে আসেননি সভাপতি প্রার্থী বাদল রায়।