টাইব্রেকারে চেলসিকে ৫-৪ গোলে হারিয়ে কারাবো কাপের কোয়ার্টার ফাইনালে টটেনহাম।

টাইব্রেকারে চেলসিকে ৫-৪ গোলে হারিয়ে কারাবো কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে টটেনহাম। স্পারদের মাঠে প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিলো ব্লু’রা। ১৫ আর ১৭ মিনিটে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি ম্যাসন মাউন্ট এবং ক্যালাম হাডসন। তবে এ মৌসুমেই চেলসিতে যোগ দেয়া টিমো ওয়ার্নার ১৯ মিনিটে এগিয়ে নেন দলকে। দ্বিতীয়ার্ধে বল পজিশনের লড়াইয়ে এগিয়ে যায় হোসে মরিনহোর দল। তারই ধারাবাহিকতায় ৮৩ মিনিটে এরিক লামেলা সমতায় ফেরান টটেনহামকে। এরপর টাইব্রেকারে স্পারদের হয়ে প্রত্যেকে গোল পেলেও চেলসির হয়ে মিস করেন ম্যাসন মাউন্ট।