
এটিএন বাংলা ডেস্ক:
জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করলো সাবেক চ্যাম্পিয়ন কলম্বিয়া। শনিবার সকালে তারা ২-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে।
ক্যালিফোর্নিয়ার লেভি’স স্টেডিয়ামে খেলতে নেমে গোলের জন্য বেশীক্ষণ অপেক্ষা করতে হয়নি কলম্বিয়াকে। ৮ মিনিটে দলকে এগিয়ে দেন এসি মিলানের ডিফেন্ডার ক্রিস্টিয়ান জাপাতা। গোলটি করতে সহায়তা করেন আন্দ্রেস কারডোনা।
এদিকে গোল করার সুযোগ পায় যুক্তরাষ্ট্র্ও। তবে কলম্বিয়ার গোলরক্ষকের বাধাঁ টপকাতে পারেনি ডেম্পসি-জুসিরা। তবে প্রথমার্ধ শেষ করার আগে স্কোরলাইন দ্বিগুন করে কলম্বিয়া । পেনাল্টি থেকে গোলটি করেন কলম্বিয়ান অধিনায়ক হামেস রদ্রিগেজ।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি কেউই। ম্যাচের বাকি সময়ে স্কোর লাইনে কোন পরিবর্তন না আসার শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।