
জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শুরুর অল্পদিনেই নিজেকে অপরিহার্য করে তুলেছেন উদীয়মান পেসার হাসান মাহমুদ। মাঠের পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করে চলেছেন ক্রিকেট প্রেমীদের। এবার নিজের জীবনের দ্বিতীয় ইনিংসও শুরু করলেন হাসান। বিয়ের পিঁড়িতে বসেলেন এই টাইগার পেসার।
গতকাল শুক্রবার (৯ জুন) পারিবারিকভাবে ছোট পরিসরে সম্পন্ন হয় হাসান মাহমুদের বিয়ে। হাসানের স্ত্রী চৈতি ফারিয়া ঐশীর মাদারীপুরের মেয়ে। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করছেন তিনি।
আপাতত ছোট পরিসরে বিয়ে সারলেও আসন ওয়ানডে বিশ্বকাপের পর বড় অনুষ্ঠান করবেন বলেও জানা গেছে। এর আগে গত বুধবার (৭ জুন) বাগদান সারেন হাসান মাহমুদ।
কয়েকদিন আগে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছেলের অনুশীলন দেখতে এসেই বিয়ের কথা জানিয়েছিলেন হাসান মাহমুদের বাবা মো. ফারুক। বাগদান সম্পন্ন হওয়ার কথাও গণমাধ্যমের কাছেই তিনিই জনাইয়েছিলেন।
বিশ্বকাপের পর বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করার কথা জানিয়ে সেসময় জাতীয় দলের সব ক্রিকেটারকে নিজের এলাকায় নিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানান হাসান মাহমুদের বাবা।