
এটিএন বাংলা ডেস্ক:
জাপানের ইসে-শিমায় জি-সেভেন সম্মেলনের আউটরিচ প্রোগ্রামের প্রথম অধিবেশনের যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় এ অধিবেশন। অধিবেশনে স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং উন্নত অবকাঠামো বিনির্মাণে সহযোগিতা সংশ্লিষ্ট চারটি মৌলিক বিষয়ে আলোচনায় নেতৃত্বশীল ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী। একই ইস্যুতে দুপুরেই দ্বিতীয় অধিবেশনটিও অনুষ্ঠিত হবে। তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে প্রধানমন্ত্রীর।
আউটরিচ মিটিংয়ে উপস্থিত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে জি-সেভেন জোটের সাত দেশের নেতারাও উদ্বোধনী সেশনে যোগ দেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক পাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অন্যপাশে ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি ছিলেন।
এছাড়াও বিকেলে জি-৭ এর শীর্ষ নেতা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। – চার দিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ছাড়াও শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।
জি সেভেন আউটরিচ মিটিং শেষে শনিবার দুপুরে নাগোয়া থেকে টোকিও যাবেন প্রানমন্ত্রী। সেখানে তিনি বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সেরি ভবন উদ্বোধন করবেন।