জার্মান সুপার কাপের শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ।

বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে পরাজিত করে জার্মান সুপার কাপের শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ। চলতি বছর এটি বায়ার্ন মিউনিখের পঞ্চম শিরোপা জয়। নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়, খেলার ১৮ মিনিটে কোরেন্টিন টোলিসোর গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থমাস মুলার। দুই গোলে পিছিয়ে থেকে দারুণ লড়াই করে বরুশিয়া ডর্টমুন্ড। ৩৯ মিনিটে ইউলিয়ান ব্রান্ট এবং ৫৫ মিনিটে আলিং হল্যান্ড দুই গোল করে ম্যাচে সমতা ফেরান। কিন্তু ৮২ মিনিটে জসুয়া কিমিচের কল্যাণে শিরোপা ঘরে তোলে বায়ার্ন। শেষ বাঁশি বাজার সাথে সাথে জার্মান সুপার কাপ জয়ের উল্লাসে মেতে ওঠে হ্যান্স ফিকের দল বায়ার্ন মিউনিখ। এই নিয়ে মোট আট বার সুপার কাপ জিতলো বায়ার্ন।