
আজ (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। সকাল ৭.৩০ মিনিটে প্রভাতী অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’ প্রচারের মধ্যে দিয়ে শুরু হবে বিশেষ দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। ফাইজা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও মোশতাক হোসেন মাশুক। ৮.২০ মিনিটে প্রচারিত হবে সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। অনুষ্ঠানে গান গেয়েচেন কণ্ঠশিল্পী রফিকুল আলম। ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। ১০.৩৫ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ওরা ১১ জন’। চাষী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন খসরু, রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, সুমিতা দেবি, রওশন জামিল, খলিল, রাজু আহমেদ, মিরানা জামান প্রমুখ। দুপুর ৩.১০ মিনিটে রয়েছে তথ্য চিত্র ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী’। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিল্পীদের গান নিয়ে আতিয়ার রহমানের পরিচালনায় সঙ্গীতানুষ্ঠান ‘শৈল সমতলে’ প্রচার হবে বিকাল ৪.২৫ মিনিটে। প্রামাণ্য অনুষ্ঠান ‘মধুমতীর তীরে’ প্রচার হবে ৫.২০ মিনিটে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নবুয়াত রহমান। রুমানা আফরোজের উস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘উদিত সূর্য্যে বঙ্গবন্ধ’ প্রচার হবে সন্ধ্যা ৬.১৫ মিনিটে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নাট্য ব্যক্তিত্ব আলী যাকের, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা কবরী সারোয়ার ও অভিনেত্রী শমী কায়সার। বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েছেন এস আই টুটুল। রাত ৮ টায় প্রচার হবে আসলাম শিকদারের পরিচালনায় প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধু বহমান’। টক শো ‘স্মরণে বঙ্গবন্ধু’ প্রচার হবে ৮.৪৫ মিনিটে। কামাল লোহানী’র সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. সৈয়দ আনোয়ার হোসেন, ব্যারিস্টার আমিরুল আসলাম এবং এম এম আকাশ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আব্দুস সাত্তার। সঙ্গীতানুষ্ঠান ‘না ভোলা প্রহর’ প্রচার হবে ১০.৫৫ মিনিটে। কবি আসাদ চৌধুরী অনুষ্ঠানটি উপস্থাপনার পাশাপাশি কবিতা আবৃত্তি করেছেন অনুষ্ঠানে। এছাড়া অনুষ্ঠাটিতে রয়েছে শিল্পী সুবীর নন্দী এবং তিমির নন্দীর কন্ঠে দুটি গান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শস্পা মাহমুদ।