
এটিএন বাংলা ডেস্ক:
শুরু হচ্ছে মাহে রমজান। এ মাসেই অবতীর্ন হয়েছিল মহান আল কোরআন, যা বিশ্ব মানবতার জন্য হেদায়েতের মাইলফলক। এটিএন বাংলা প্রতি বছরের ন্যায় এ বছরও মাহে রমজানে আয়োজন করেছে শুদ্ধ ও শ্র“তিমধুর কোরআন তেলাওয়াতের আসর ‘ডেকো কোরআনের ছায়াতলে’ পাওয়ার্ড বাই স্মার্ট একটিভ গোল্ড মেহেদী। দেশব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে কয়েক হাজার প্রতিযোগি। এখান থেকে ধাপে ধাপে নির্বাচিত করা হয় মূল প্রতিযোগিদের। মূল প্রতিযোগিদের নিয়ে বিএফডিসি’র এটিএন বাংলা স্টুডিওতে চলে আয়োজন।
এখান থেকেই নির্বাচিত হন পুরুষ ও মহিলা ক্যাটাগরির তিনজন করে সেরা তেলাওয়াতকারী। মোস্তাফিজার রহমানের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে রমজান মাসে প্রতিদিন বিকাল ৫টা ১৫ মিনিটে।