জন্মদিনে চায়ের চুমুকে ফাহমিদা নবী

এটিএন বাংলা ডেস্ক:

আজ দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন। জন্মদিনে সকালবেলাই চায়ের চুমুকে হাজির হচ্ছেন এটিএন বাংলার পর্দায়। জন্মদিন পালন সহ জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন এই অনুষ্ঠানে। ইমতু রাতিশ ও ফাইজা খান এর উপস্থাপনায় ‘তাজা চায়ের চুমুকে’ অনুষ্ঠানটি প্রচার হবে আজ (০৪ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে। চমৎকার আড্ডা, গান আর মজার মজার কথা, সবই সকাল বেলা দর্শকদের মুগ্ধ করবে।

অনুষ্ঠানটিতে নিজের কন্ঠে গান ছাড়াও থাকবে ফাহমিদা নবীর একটি মিউজিক ভিডিও ‘সীমানা ছাড়িয়ে আজ আমি হয়েছি সীমাহীন’। অনুষ্ঠানটিতে আরও থাকবে নিয়মিত সেগমেন্ট আজকের দিন সম্পর্কে জানা, আজকে জন্মগ্রহনকারীদের তথ্য, আবহাওয়া, রাশিফল, বিউটি টিপস, শিল্প সাহিত্যের খবরাখবর ইত্যাদি। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও মোশতাক হোসেন মাশুক।