চ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে কোয়ার্টারে ইতালি

এটিএন বাংলা ডেস্ক:

বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে ২-০ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালি।

ফ্রাঞ্চের স্তেডে ডি স্টেডিয়ামে ম্যাচের প্রথম ২০ মিনিট বল নিজেদের দখলে রেখে খেলতে থাকে ইতালি। এরপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে ইতালির বিপক্ষে লড়তে থাকে স্পেন।

দু’দলের কয়েকটি সুযোগের মধ্যে ৩৩ মিনিটে ইতালিকে লিড এনে দেন জিওরজিও চিয়েলিনি। প্রথমার্ধ শেষে স্কোরে আর কোন পরিবর্তন আসেনি। বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে স্পেন।

তবে অভিজ্ঞ গোলরক্ষক বুফোনের বাঁধা টপকাতে পারেনি কেউই। বরং ইনজুরি সময়ে ইতালির হয়ে ব্যবধান দ্বিগুন করেন গ্রাজিয়ানো পেল্লে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।