
এটিএন বাংলা ডেস্ক: চোখের জলে মাটি ভিজিয়ে চিরচেনা পরিবেশ ছেড়ে ২৭৭ জন ছিটবাসী সোমবার ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন।
এদের মধ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ৪ ছিটমহলের ১৩০ জন ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কোটভাজনী ও বালাপাড়া ছিটমহলের ১৪৭ জন রয়েছে।
সকাল থেকে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী জিরো পয়েন্টে অপেক্ষার পর দুপুরে সীমান্ত পাড়ি দেন ১৩০ জন নারী, পুরুষ ও শিশু। তাদের আনুষ্ঠানিক বিদায় জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-কুতুব-উল আলমসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা।
এর আগে গত ১৯ নভেম্বর বুড়িমারী জিরো পয়েন্ট দিয়ে আনুষ্ঠনিকভাবে ভারতে গেছেন ৬৪ জন।
এদিকে ভারতের নাগরিকত্ব বেছে নিয়ে আজ বাংলাদেশ ছেড়েছেন পঞ্চগড়ের ২৮ পরিবারের ১৪৭ জন। তারা জেলার দেবীগঞ্জ উপজেলার সদ্যবিলুপ্ত কোটভাজনী ও বালাপাড়া ছিটমহলের বাসিন্দা ছিলেন।
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তের দিয়ে দুপুরে তারা সীমান্ত পাড়ি দেন। গত ২২ নভেম্বর শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।