চীন কিংবা আফ্রিকার পদক্ষেপ ইউক্রেন যুদ্ধ সমাপ্তির ভিত্তি হতে পারে: পুতিন

চীন কিংবা আফ্রিকার পদক্ষেপ ইউক্রেন যুদ্ধ সমাপ্তির ভিত্তি হতে পারে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন,  চীন কিংবা আফ্রিকার নেওয়া পদক্ষেপ ইউক্রেন যুদ্ধ সমাপ্তির ভিত্তি হতে পারে। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতাদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, আফ্রিকান ইউনিয়নের নেতাদের সঙ্গে  রুশ প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন। পুতিন বলেন, ‘মস্কো ইউক্রেন নিয়ে আলোচনা প্রত্যাখান করেনি। আফ্রিকা একইসঙ্গে চীনের উদ্যোগ ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে।’

পুতিন আরও বলেন, কিয়েভ সেনারা আক্রমণ করছে এই অবস্থায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করা কঠিন। ফ্রন্টলাইনে গুরুতর কোনো পরিবর্তন নেই বলেও মন্তব্য করেন তিনি। পুতিন দাবি করেন, গত ৪ জুন থেকে ইউক্রেন ৪১৫টি ট্যাংক এবং ১৩০০ সাজোয়াঁ যান হারিয়েছে।