চার দেয়ালের কাব্যে শিরিন শীলা

এটিএন বাংলা ডেস্ক:

রক্সি রঙের মেলা চার দেয়ালেরকাব্য। এটিএন বাংলায় প্রচারিত ইন্টেরিয়র ডিজাইন বিষয়ক অনুষ্ঠান। অনুষ্ঠানে তুলে ধরা হয় ঘর সাজানোর নানা কারুকাজ, ডিজাইন, সাজানো গোছানো ফার্নিচার, পেইন্টিং, আসবাবপত্র, তৈযষপত্র, লাইটিং ইত্যাদি নানা রকম উপকরণ। সাথে থাকে অতিথির সাথে আলাপচারিতা এবং অসম্ভব সুন্দর একটি বাড়ির ভিতরের সৌন্দর্য ও নান্দনিকতা। অনুষ্ঠানে আজ দেখানো হবে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সংবাদ উপস্থাপক এবং সঙ্গীত শিল্পী শিরীন শিলা ব্যস্ততার মাঝেও কিভাবে রুচিশীল এবং দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে রেখেছেন তার ঘরটি তারই উপস্থাপন ও সাক্ষাৎকার। এছাড়া স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নুরুল হক, যিনি একজন ইন্টেরিয়র ও ফ্যাশন ডিজাইনার।

জনপ্রিয় সংবাদ উপস্থাপক শামীম আরা মুন্নীর উপস্থাপনা ও সেলিম দৌলা খান এর পরিচালনায় অনুষ্ঠানটি আজ (০১ নভেম্বর) প্রচার হবে সন্ধ্যা ৬টা ২০মিনিটে এটিএন বাংলায়।