
এটিএন বাংলা ডেস্ক:
চার জেলায় বজ্রপাতে মারা গেছে ৮ জন ।
সোমবার বিকেলে গাজীপুরের কাপাস গ্রামের বিলে মাছের খামার দেখতে যান স্থানীয় মাছ চাষি সুকন্দ দাস, সুধন দাস এবং নিরদ দাস। এ সময় বৃষ্টি শুরু হলে তারা বিলের একটি টং ঘরে আশ্রয় নেন। টং ঘরে বজ্রপাত হলে মারা যান এই ৩ মাছ চাষি।
অপরদিকে, শ্রীপুরের বৈরাগীর চালা এলাকায়, মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ইন্নছ আলী নামে এক ব্যক্তি মারা যান।
এদিকে, টঙ্গাইল জেলার বাসাইলের কাউলজানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় মিছিলে বজ্রপাতে রবিউল ইসলাম (৩০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
অন্যদিকে, ঝিনাইদহের মহেশপুরে সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির পাশে খেলা করছিল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র প্রশান্ত হালদার। এসময় ঝড়ো বাতাসের সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে সে ঘটনাস্থলেই নিহত হয়। একই এলাকায়, একই সময়ে উঠানে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয় রায়না বেগম।
এছাড়া কিশোরগঞ্জে নিহত হয়েছে আরও এক জন।