চাঁদরাত রাঙাবেন মেহরীন

চাঁদরাত রাঙাবেন মেহরীন

ভিন্নধর্মী কণ্ঠ আর স্টাইলিশ পরিবেশনায় প্রায় তিন দশক ধরে ভক্ত-শ্রোতাদের মাতিয়ে চলেছেন দেশের পপধারার অন্যতম গায়িকা মেহরীন মাহমুদ।

উপহার দিয়েছেন আনাড়ি, রাজকুমার, শূন্যতা, যাযাবর, ‘তুমি আছো বলে’সহ বেশকিছু জনপ্রিয় গান। ভক্তদের জন্য সুখবর হলো, এবারের ঈদুল ফিতরের চাঁদরাতে মাছরাঙা টেলিভিশনের বিশেষ লাইভ কনসার্ট ‘রাঙা রাত’-এ গান পরিবেশন করবেন মেহরীন। রাত সাড়ে ১০টায় শুরু হবে অনুষ্ঠানটি। দুই ঘণ্টা ব্যাপ্তির এ অনুষ্ঠানে বেশকিছু গান পরিবেশন করবেন তিনি। দর্শকদের জন্য টেলিফোনে তার সঙ্গে কথা বলা এবং পছন্দের গানের জন্য অনুরোধ করার সুযোগও থাকবে। ফারজানা বিথীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সাইফুল ইসলাম।