চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি:

নির্বাচনী সংঘাতে চট্টগ্রামের সাতকানিয়ায় একজন নিহত এবং দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। বুধবার ভোট শুরু হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে ৯ নম্বর ওয়ার্ডে সাতকানিয়া সরকারি কলেজ হোস্টেলের পাশে কাউন্সিলর পদপ্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ নুরুল আমিন সাতাকনিয়ার গোয়াজর পাড়ার বাসিন্দা ছিলেন।

মুন্সীগঞ্জ পৌরসভার পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে মকবুলের নেতৃত্বে গুলি ছোড়া হয়। এতে দু’জন গুলিবিদ্ধ হন। এসময় হাজী মোহাম্মদ ফয়সালের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়। তবে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।
জামালপুর শহরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজ কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়েছে। বেলা ১১টায় ওই কেন্দ্রে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ বাধা দিলে সংঘর্ষ আরও বাড়ে।এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

এদিকে শহরের বগাবাইদ এলাকায় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুর করেছে বিএনপির কর্মীরা।