গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বিদায়

এটিএন বাংলা ডেস্ক:

বিতর্কিত এক গোলে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেরু। বিদায় আট বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর কাছে ১-০ গোলে হেরেছে সেলেসাওরা।

ফক্সবার্গের জিলেট স্টেডিয়ামে কোপা আমেরিকার আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে পেরুর জন্য। তারচেয়েও স্মরণীয় মুহূর্ত পেরুর গোলরক্ষক পেদ্রো ডেভিস গ্যালাসির কাছে। কেননা আজকের ম্যাচের আগে যাকে কেউ চিনতো না, সেই গ্যালাসি-  উইলিয়ান, দানি আলভেজদের আগ্রাসী অ্যাটাক ঠেকিয়ে নায়ক বনে গেছেন।

ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন, হারলেই বাদ এই সমীকরণ মাথায় রেখে পেরুর মুখোমুখি হয় ব্রাজিল। তবে ড্র কিংবা হার নয় শুধু জয়ের জন্যই মাঠে নেমেছিল সেলেসাওরা। তাই তো শুরু থেকেই গ্যাব্রিয়েল, লুইসদের জোরালো আক্রমণ পেরুর রক্ষণভাগে।

কিন্তু পেরু গোলরক্ষক গ্যালাসিকে পরাস্ত করতে পারলেন না দানি আলভেজরা। পুরো ম্যাচে মাকড়সার জালের মতো নিজের গোলপোস্টটা আগলে রাখেন গ্যালাসি।

নেইমার বিহীন ব্রাজিলের বিপক্ষে পাল্টা আক্রমণে যায় পেরু। সুযোগও তৈরি করে‌, কিন্তু স্কোর গড়তে পারছিল না ফিনিশারের অভাব।
আপস..
প্রথম ম্যাচ ড্রয়ের পর, দ্বিতীয় ম্যাচে বড় জয়, সবাই ভেবেছিল আড়মোড়া দিয়ে জেগেছে ব্রাজিল, হোকনা হাইতির মতো দুর্বল দল। তারপরও ব্রাজিল সমর্থকরা মনে মনে স্বপ্ন আঁকে টুর্নামেন্টে টিকে থাকার।

কিন্তু সেলেসাওদের সেই স্বপ্ন, স্বপ্ন থেকেই গেলো ৭৫ মিনিটে পেরু ফরোয়ার্ড মারিও রুদিয়াসের সেই বিতর্কিত গোলে। হাত দিয়ে গোল করেন মারিও। ব্রাজিলের খেলোয়াড়রা প্রতিবাদ করলে রেফারি সহকারী রেফারির সাথে কথা বলে গোলের সিদ্ধান্ত দেন। কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা যায় গোলটি হাত দিয়েই করেছেন মারিও। ভিডিও দেখে গোলের সিদ্ধান্ত দেয়ার নিয়ম নেই কোপায়। তাই হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

যাই হোক আবারও স্বপ্ন ভাঙলো ব্রাজিলের, তাও আবার পচা সামুকে পা কেটে, ভাগ্যদেবী মুখ ফিরিয়ে নিলো কার্লোস দুঙ্গার কাছ থেকে।