গ্যাসের সমস্যা সমাধানের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

বুধবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলীয় সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস প্রকৃতিক সম্পদ। দিন দিন এর চাহিদা বাড়ছে। তবে এর উৎপাদন বাড়াতে আগের সরকারগুলো তেমন কোন ব্যবস্থা নেয়নি। নতুন কুপ খনন এবং এলএনজি টার্মিনালের মাধ্যমে গ্যাস সরবরাহ করে এই সমস্যার সমাধান করা হবে।

পদ্মা সেতুর ষড়যন্ত্রের ব্যাপারে তিনি বলেন, কোন ব্যক্তিকে এমডির পদে না রাখা হলে পদ্মা সেতুর টাকা আটকে দেয়া হবে, এমন কথা বলা হয়েছিল।

একটি বাড়ি একটি খামার প্রকল্পের মূলধন দুই হাজার ছয় শ’ ৬১ কোটি টাকা জানিয়ে, প্রধানমন্ত্রী বলেন, প্রায় এক কোটি মানুষ এর সুবিধা ভোগ করছে।

কৃষি জমি রক্ষায় প্রতিটি উপজেলাকে একটি মাস্টার প্লান তৈরী করতে বলা হয়েছে বলে জানান সংসদ নেতা।