
বরাবরের মত এবারো ঈদেও সরাসরি গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। রমজানের আগে টানা শো নিয়ে ব্যস্ত ছিলেন, থাকবেন ঈদের দিনও। একই দিনে তিনটি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে তাকে।
জানা গেছে, ঈদের দিন রাত ৯টায় লাইভে গান শোনাবেন বিজয় টিভিতে, দ্বিতীয় দিন রাত এগারোটায় এশিয়ান টিভি এবং বৈশাখী টিভিতে। নিজের পছন্দের পাশাপাশি অনুরোধের গান গাইতে দেখা যাবে তাকে।
লিজা বলেন, এবারের ঈদের ৩টি লাইভে থাকছি। ঈদের লাইভের মজা একটু আলাদা। তাই ভালো লাগছে দর্শকদের সঙ্গে থাকতে পারবো এই ভেবে। আশা করছি সবাই খুব উপভোগ করবেন।
এছাড়াও ঈদের একটি সিনেমা ও নাটকের গানে কণ্ঠ দিয়েছেন লিজা। ‘আদম’ সিনেমার ‘কাঁখের কলশী’ গানে লিজার সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন রাজীব এবং ‘ফিদা’ নাটকের গানে তার সঙ্গে রয়েছেন বেলাল খান।