
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ৮৯ রানের জয় সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। আর সেই ম্যাচে সেঞ্চুরি করেছেন দুই টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এই মাঠে সেঞ্চুরি করাই ওয়ানডে ক্রিকেটের অর্নাস বোর্ডে নাম উঠেছে শান্ত-মিরাজের।
রোববার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতেই অনার্স বোর্ডে দুই বাংলাদেশির নাম ওঠার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পিসিবি জানায়, ‘বাংলাদেশের পক্ষে দুই সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজেদের নাম লিখিয়েছে।’
মূলত গাদ্দাফি স্টেডিয়াম মাঠে অনার্স বোর্ডে নাম যুক্ত হয় ওয়ানডে ক্রিকেটে কেউ ৫ উইকেট পেলে অথবা সেঞ্চুরি করলে। শান্ত-মিরাজের নাম উঠেছে সেই সুবাদে। এছাড়া তাসকিনের সামনেও সুযোগ ছিল। তবে অল্পের জন্য পাওয়া হয়নি তার ৫ উইকেট। ম্যাচে ৪ উইকেট নেন তিনি।