গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৮ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৪ জন মারা গেছেন। নতুন ৩২ জন’সহ দেশে করেনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ২৫১। সবশেষ ১৩ হাজার ৪০৪ টি নমুনা পরীায় ১ হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১০ দশমিক সাত এক শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯। একইসাথে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক সাত নয় শতাংশ।