‘গণতান্ত্রিক উপায়ে হচ্ছে না ইউপি নির্বাচন’-এরশাদ

ইউনিয়ন পরিষদ নির্বাচন গণতান্ত্রিক উপায়ে হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, দেশে বর্তমানে যে লুটপাট চলছে, এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

এরশাদ বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্ব আজ শঙ্কিত। নির্বাচন হচ্ছে, গুণ্ডা বাড়ছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ইউপি নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে না। যে লুটপাট হচ্ছে তার কোনো বিচার হচ্ছে না। এর কারণ হলো যারা লুটপাট করছে তারা সরকারের আত্মীয় হয়। দেশে জনগণের টাকা লুটপাট চলছে।’