
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দাবি করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই জাতীয় পার্টি সৃষ্টি হয়েছিল।
শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের অষ্টম জাতীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন। জাতীয় পার্টি ছেড়ে যাওয়া নেতাদের আবার দলে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি নির্বাচন– পদ্ধতি সংস্কারেরও একটি প্রস্তাব তুলে ধরেন এরশাদ।
এরশাদ বলেন, ১৯৮২ সালে তার ওপর রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছিল। যে–কেউ সেনাপ্রধান থাকলেই তাকে এই দায়িত্ব নিতে হত। এরশাদ দাবি করেন, গণতন্ত্র ফিরিয়ে দিয়ে তিনি ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু প্রধান দলগুলো নির্বাচনে অংশ না নেয়ায় তিনি ব্যারাকে ফিরে যেতে পারেননি।