
এটিএন বাংলা ডেস্ক: নির্দিষ্ট কয়েকটি ভোট কেন্দ্র ছাড়া অন্য সবকটি কেন্দ্রেই সুশৃংখলভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী
রকিবউদ্দিন আহমেদ।
সন্ধ্যায় কমিশনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে নির্বাচনী সহিংসতা বন্ধে কমিশনের পাশাপাশি প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের সমর্থকদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান সিইসি।
ব্যাপক ভোটারের উপস্থিতিতে ৭শো ৩টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট প্রদান অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, আচরণবিধি ভঙ্গের দায়ে বন্ধ ঘোষণা করা হয়েছে ৬হাজার ৭শো ২৭টি কেন্দ্রের মধ্যে মোট ৫২টি কেন্দ্র, এছাড়াও ৭৯জনকে অর্থ জরিমানা করেছে কমিশন।