ক্রিকেটার শাহাদাত হোসেনের নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :

ক্রিকেটার শাহাদাত হোসেনের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। গৃহকর্মী নির্যাতনের ঘটনায় শাহাদাতের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল বিসিবি।

গত ২৮ এপ্রিল নিজের কৃতকর্মের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান শাহাদাত। পরে সোমবার বিসিবি সভাপতি নাজমুল আহসানের সঙ্গে দেখা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন। এর একদিন পরই মঙ্গলবার বিসিবির পক্ষ থেকে শাহাদাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।