এটিএন বাংলা ডেস্ক: ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পাওয়ার পর এবার ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলেও জায়াগা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।
গেল বছর সাকিব আল হাসান ২৭ দশমিক ৬৬ গড়ে ২৪ উইকেট নেন। এবং ৪২ দশমিক ১০ গড়ে ৪২১ রান নিয়ে একাদশে সুযোগ পেয়েছেন। যার মধ্যে গত বিশ্বকাপে সাকিবের অসাধারণ পারফরমেন্স করেন। ১৬ রানে ৫ উইকেট নেন জিম্বাবুয়ের বিপক্ষে। ভারতের বিপক্ষে মিরপুরে পরপর দুই ম্যাচে ফিফটি করে বাংলাদেশের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব।
আর মুস্তাফিজুর রহমান ৯ ম্যাচে ১২ দশমিক ৩৪ গড়ে ২৬ উইকেট নিয়ে একাদশে সুযোগ পেয়েছেন।
সাকিব, মুস্তাফিজ ছাড়া ওয়ানডে একাদশে আরও সুযোগ পেয়েছেন ইমরান তাহির, ট্রেন্ট বোল্ট, ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, গ্লান ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক।