কোপা দেল রে’র ফাইনালে সেভিয়ার মুখোমুখি বার্সা

এটিএন বাংলা ডেস্ক:

কোপা দেল রে’র ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। ভিসেন্তে ক্যালডেরন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি।

সম্প্রতি লিগ জয়ের আনন্দে ভেসেছে বার্সেলোনা। এবার দ্বিমুকুট জয়ের সম্ভাবনা কাতালানদের। যদিও ত্রিমুকুট জয়ের কীর্তির পুনরাবৃত্তির আশা শেষ হয়ে গেছে অনেক আগেই।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়তে হয় লুইস এনরিকের দলকে। তাই এবার কোপা দেল রে-র শিরোপা হাতছাড়া করতে চায় না তারা।

শক্তি আর সামথ্যের বিচারে অবশ্য সেভিয়ার চেয়ে অনেকটা এগিয়ে বার্সেলোনা। মেসি-নেইমার-সুয়ারেজরা নিজেদের সেরাটা দিতে পারলে জয় পাওয়া কঠিন হবে না কাতালানদের জন্য।

অন্যদিকে- বার্সার মতো সেভিয়াও দ্বিমুকুট জয়ের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে। মাত্র চার দিন আগেই লিভারপুলকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ইউরোপা লিগ জিতেছে সেভিয়া। তাই বার্সাকে হারিয়ে শিরোপা উল্লাসে মাততে চায় সেভিয়াও।