কৃষি খামার ও উন্নয়ন মূলক অনুষ্ঠান ‘পেট্রোকেম সোনালী দিন’

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। আর এই প্রাণশক্তিতে রস সঞ্চার করছেন এদেশের মাটি ঘেষা মানুষ আমাদের কৃষক। শত প্রতিকুলতার মাঝেও ১৬ কোটি মানুষের ক্ষুধার অন্ন যোগান দিচ্ছেন বাংলার এই চাষীরা। সেই চাষীদের কৃষি উন্নয়নে সামিল করতে এটিএন বাংলায় প্রতি বুধবার সন্ধ্যা ৬.১৫ মিনিটে প্রচারিত হচ্ছে কৃষি খামার ও উন্নয়ন মূলক অনুষ্ঠান ‘পেট্রোকেম সোনালী দিন’। মীর এমদাদ আলীর পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাজমা আক্তার। বাংলাদেশের কৃষি, মৎস্যসম্পদ, প্রাণিসম্পদ, পানিসম্পদ এবং বনজসম্পদের সার্বিক উন্নয়নে, কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান সমুহকে টেকসই আধুনিক প্রযুক্তির সংস্পর্শে এনে, অসাধারণ এবং অনাবিস্বৃত সম্ভাবনা গুলোকে কাজে লাগিয়ে, দেশের সাধারণ মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, আয় এবং উৎপাদনে সমৃদ্ধি ও বৈচিত্র্য আনার অপার সম্ভাবনা বিবেচনা করেই এটিএন বাংলার কৃষি খামার ও উন্নয়ন মূলক অনুষ্ঠানের আয়োজন।
কৃষি কাজের নিয়ামক শক্তি কৃষক কিন্তু বিজ্ঞান সম্মত কৃষিকাজে কৃষকের পরিপূরকের মূল ভূমিকায় রয়েছেন দেশের বরেণ্য কৃষিবিজ্ঞানী, গবেষক, প্রযুক্তি সম্প্রসারণ কর্তা ও কৃষি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ণের সাথে সম্পৃক্ত সরকারের নীতিনির্ধারকগণ। সুতরাং তাঁদেরকে অনুষ্ঠানে স্পৃক্ত করতে, অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে, এক বুধবার মাঠ পর্যায়ে প্রতিবেদন নিয়ে পরের বুধবার কৃষি উন্নয়ন সম্পর্কিত বিষয় ভিত্তিক আলোচনা দিয়ে। ফলে কৃষি ক্ষেত্রে বিরাজিত সমস্য ও সম্ভাবনা গুলো মাঠপর্যায় থেকে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে সরাসরি পৌছান সম্ভব হচ্ছে।