
কুষ্টিয়াপ্রতিনিধি:
কুষ্টিয়ায় মীর সানোয়ার রহমান (৫৫) নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় চিকিৎসকের সাথে থাকা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মো. সাইফুজ্জামান গুরুতর আহত হন। শুক্রবার সকাল ৯ টায় শহরতলীর বটতৈল এলাকার শিশির মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবারের ন্যায় আজ সকালেও হোমিও চিকিৎসক সানোয়ার রহমান শিশির মাঠ এলাকার নিজ চেম্বারে বিনামূল্য চিকিৎসা সেবা দিতে যান।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. সাইফুজ্জামান কে সঙ্গে নিয়ে তার চেম্বারে গেলে একটি মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে চিকিৎসক সানোয়ার রহমানকে এলাপাতাড়িভাবে কুপাতে থাকে। এ সময় পাশে থাকা শিক্ষক সাইফুজ্জামান বাঁধা দিলে তাকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
হোমিও চিকিৎসকের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কতর্ব্যরত চিকিৎসক।
নিহত হোমিও চিকিৎসক মীর সানোয়ার রহমান শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত মীর বজলার রহমানের ছেলে।