কালীগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

এটিএন বাংলা ডেস্ক:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে নিতাই চন্দ্র(১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৮জুলাই) দুপুর ১২টার দিকে আকাশে মেঘ দেখে তার নিজ বাড়ি পার্শে¦ মাঠ থেকে গরু আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র নিতাই চন্দ্র কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণকিশোর গ্রামের নরেন্দ্র নাথ রায়ের ছেলে। সে স্থানীয় চাপারহাট টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ মেঘলা দেখে বাড়ির পার্শে¦র মাঠ থেকে গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনা স্থলে নিতাই ও তার গুরুটি মারা যায়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন আরজু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।