
রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে হাসিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শেষে রাত পৌনে ৮টার দিকে হাসিনা মার্কেটে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মার্কেটটি জনতা টাওয়ারের পাশে। রাত পৌনে ১০টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।টিনশেড দোতলা হাসিনা মার্কেটের একটি বড় অংশ আদা, রসুন, পিয়াজ, মরিচের পাইকারি মার্কেট। এছাড়া উত্তর অংশে হলুদ-মরিচ গুঁড়া করার মিল রয়েছে। পাশপাশি লেপ তোষকের দোকান এবং খাবার দোকানও রয়েছে সেখানে।