
অনলাইন ডেস্ক:
ইউরোপীয় ফুটবলের অন্যতম শীর্ষ তিন দেশের কাপের শিরোপা জিতল ফেভারিটরা। জার্মান কাপের শিরোপা গেছে চ্যাম্পিয়ন বায়ার্নের ঘরে। আর এফএ কাপের শিরোপা জিতেছে ম্যান ইউ। অন্যদিকে ফ্রেঞ্চ কাপ জিতেছে পিএসজি।
শনিবার রাতে অনুষ্ঠিত জার্মান কাপের শিরোপা জিতে বুন্দেস লিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে বরুশিয়া ডটমুন্ডকে। এদিকে- ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাটেড। আর মার্শেইকে হারিয়ে ফ্রেঞ্চ কাপ জিতেছে পিএসজি।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যদিয়ে চলতে থাকে খেলা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাক্ষিত গোলের দেখা পায়নি কোন দলই। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় পেপ গার্দিওলার দল। এসময় থমাস মুলার, ফ্রাঙ্ক রিবেরি ও রবার্ট লেভানডস্কি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হলে এগিয়ে যাওয়া হয়নি বায়ার্নের।
ব্যর্থতার মিছিলে যুক্ত ছিলেন বরুশিয়ার ফরোয়ার্ডরাও। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের দেখা পায়নি কোন দলই। এরপর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। যেখানে বরুসিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে টানা পঞ্চমবারের মতো শিরোপা উল্লাসে মেতে উঠেন বাভারিয়ানরা।
অন্যদিকে নাটকীয় ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৮ মিনিটে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। ৮১ মিনিটে ম্যান ইউকে সমতায় ফেরান মাতা। নির্ধারিত সময় ১-১ গোলে সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়। ১১০ মিনিটে লিনগার্ড গোল করে চ্যাম্পিয়ন নিশ্চিত করেন ম্যান ইউর।
এদিকে পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামা ইব্রাহোমোভিচের দুই গোলে অলেম্পিক মার্শেইকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারের মত ফেঞ্চকাপ জিতল পিএসজি। আর এই জয়ে রাজকীয় বিদায় নিল সুইডিশ তারকা ইব্রাহোমোভিচ।