কলেজে ভর্তির মেধাতালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তির অপেক্ষায় থাকা ১৩ লাখের বেশি শিক্ষার্থীর একাদশে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এরা কলেজে ভর্তি হয়ে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয় থেকে অনলাইনে ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থীর ফল দেখে এই মেধাতালিকা প্রকাশ করেন।

সরকারি-বেসরকারি কলেজগুলোতে একাদশে ভর্তিতে এবার ২১ লাখ ১৪ হাজার ২৬৫টি আসন রয়েছে বলে জানান মন্ত্রী। সাত লাখ আসন এবার ফাঁকা থাকবে জানিয়ে নাহিদ বলেন, সবাই তার পছন্দের কলেজ নাও পেতে পারেন।

তবে আসনের জন্য কেউ ভর্তি হতে পারবেন না- এমন হবে না। এবার কারিগরি বোর্ডে ৩৬টি, মাদ্রাসা বোর্ডে ১০টি এবং ঢাকা ও রাজশাহী শিক্ষা বোর্ডে একটি করে কলেজসহ মোট ৪৮টি কলেজে ভর্তির জন্য কোনো আবেদন পড়েনি বলে জানান নাহিদ।