করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে করোনা পজিটিভে কুমিল্লায় মারা গেছে একজন। এই নিয়ে সেখানে এ পর্যন্ত করোনায় মারা গেলেন ২০৬ জন। নতুন শানক্ত হয়েছেন আরো ৯ জন। ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনাভাইরাসে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী স্বাস্থ্যকর্মী ছিলেন। ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফিরোজ জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এই নিয়ে জেলায় মোট ২১ জন এ ভাইরাসে মারা গেছেন। এদিকে, বরিশালে করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ নিয়ে ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হওয়া যশোরের বাসিন্দা আশরাফুজ্জামান ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু ২২০। নতুন আক্রান্ত ১৯ জন।