করোনাভাইরাসে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরো ২০ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। গত ১২৮ দিনের মধ্যে ২৪ ঘণ্টায় এটি সর্বনি¤œ মৃতের সংখ্যা। এর আগে, একদিনে ১৫ জনের মৃত্যু হয়েছিল গত ২৮ মে। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৫৪ জনের নমুনা পরীায় ১ হাজার ১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৩৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জনে। আর মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৩২৫। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৬৯ জন। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৩ জন নারী। সর্বোচ্চ ১২ জন মারা গেছেন ঢাকা বিভাগে।