
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আসাদুল ফকির নামে একজন হয়েছেন। আসাদুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ।
মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন জানিয়েছেন, সোমবার রাত আড়াইটার দিকে ১০-১২ জনের একদল সন্ত্রাসী কুষ্টিয়া-মেহেরপুর সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা কালিগড়া ব্রিজের কাছে অবস্থান নেন। এ সময় ডাকাতদল পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘন্টা ধরে চলা বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই নিহত হন আসাদুল ফকির। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আসাদুলের বিরুদ্ধে ৭টি হত্যাসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে বলে জানান পুলিশ।