কঙ্গোর মনুস্কো বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তি রক্ষীরা।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পরিচালিত ডিআর কঙ্গোর মনুস্কো বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তি রক্ষীরা। বাংলাদেশ থেকে সাড়ে আট হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যান এফপিইউ-ওয়ান, রোটেশন -ফরটিন এর শান্তিরক্ষী পুলিশ সদস্যরা। এই রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার জানান, শুধু দেশের মাটিতেই নয়, বিদেশেও জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদার সাথে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ নারী পুলিশ সদস্যরা।