এ সপ্তাহের নাটক ‘পদ্ম’

এটিএন বাংলা ডেস্ক:

এটিএন বাংলায় আজ (০২ ডিসেম্বর) রাত ১১টায় প্রচার হবে বিংশ শতাব্দীর অন্যতম কথাসাহিত্যিক ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, নাট্যকার ও পরিচালক প্রয়াত হুমায়ূন আহমেদ পরিচালিত নাটক ‘পদ্ম’। মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনী অবলম্বনে নির্মিত এ নাটকে অভিনয় করেছেন প্রয়াত চ্যালেঞ্জার, এজাজুল ইসলাম, স্বাধীন খসরুস, শামিমা নাজনিন, কমল, সালেহ সোহেল, তাবান্নুম, শান্তনা প্রমুখ।