
অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ সঙ্গে বাংলাদেশের নাম্বার ওয়ান চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের বিরোধ দিন দিন বাড়ছে। এবার সেই প্রযোজকের মামলায় নায়ক শাকিব খানের বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন।
জানা যায়, আজ মঙ্গলবার ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়ান প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহর দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে জবাব দাখিল করতে সমন জারি করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক আগামী ১৫ মে জবাব দাখিলের জন্য সমন জারি করেন।
খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন মঙ্গলবার (৯ মে) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম।
এ প্রসঙ্গে তিনি বলেন, বাদীপক্ষ কোর্ট ফি দাখিল করায় সোমবার (৮ মে) বিচারক জবাব দাখিলের জন্য সমন জারি করেন।
প্রবাসী বাঙালি প্রযোজক রহমতুল্লাহর আইনজীবী মোহাম্মদ তবারক হোসেন জানান, এর আগে আমরা মামলার আবেদন করেছি। আদালত আমাদের কোর্ট ফি দাখিল করতে বলেছিল। আমরা তা দাখিল করেছি। এরপর আদালত নায়ক শাকিব খানের বিরুদ্ধে সমন জারি করেছে। গত ৩০ এপ্রিল আদালতে মামলা করেন রহমত উল্লাহ।